Boat

Boat

Wednesday, July 8, 2020

বেতনাই। বাংলার হারিয়ে ফেলা নৌকো। Betnai, a boat of Bengal

Betnai
Betnai, a shell built riverine cargo boat of Sundarbans. Carrying capacity ranges from 3000 to 4000 mounds. Length of the boat varies from 40 to 50 haat (one haat is approximately 18 inches in length). These boats used to carry timbers and leaves from Sundarbans. Essentially these boats used to propell by a single square sail. A triangular balanced rudder hanged from the starrboard side of the boat.

বেতনাই
সুন্দরবনের থেকে গোলপাতা আর কাঠ নিয়ে আসার জন্য ব্যাবহার হতো 40 থেকে 50 হাত লম্বা বিশেষ এই নৌকো। এই নৌকোর বিশেষত্ব হলো দু দিকের মাথার উঁচু ভাব। খোল গড়নের এই নৌকো অনেকটা চামচাকৃতির। চারকোনা পাল, লম্বা মাস্তুল আর তিনকোনা হাল এই নৌকোর গতি নির্ধারণ করে। বহন ক্ষমতা 3000 থেকে 5000 মন। সুন্দরবন থেকে গোলপাতা আর কাঠ এখন আর আনা যায় না। তাই হয়তো এই নৌকোর ব্যাবহারও বন্ধ।

https://youtu.be/hiHJxKGewSk

No comments: